জয়পুরহাটের কালাইয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারে ধাক্কা লেগে কাওসার সরকার (২৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ইটাখোলা-মোলামগাড়ী সড়কের বামনগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত কাওসার সরকার উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। আর আহত শেখ রিফাত (১৮) করিমপুর পূর্ব কুজাইল গ্রামের শেখ চঞ্চলের ছেলে। সে মোটরসাইকেলের আরোহী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোলামগাড়ী বাজার থেকে করিমপুর বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল কাওসার ও রিফাত নামে দু'তরুণ। এসময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার আসছিল। পথে বামনগ্রাম এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ভেঙ্গে যায় এবং প্রাইভেটকারের সামনের ডান পাশের অংশ দুমড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দু' জনই গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন। রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
জানতে চাইলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, প্রাইভেটকারটি স্থানীয়া আটক করে জিন্দারপুর ইউনিয়ন পরিষদে রেখেছে। ওই কারের কাউকে পাওয়া যায়নি। নিহতের পরিবার কোন অভিযোগ করবেন না বলে জানিয়েছেন।