× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহজাদপুরে প্রতারণা মামলায় ভাই-বোনের কারাদণ্ড

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৩, ১৬:৪০ পিএম

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই-বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

গতকাল সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত মজিবরের মেয়ে মোছা. খেলনা খাতুন ও ছেলে আতাউর রহমান। 

আদালতের পেশকার আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা আপিল দায়ের স্বাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী রোজিনা খাতুনের ছেলে রেজাউল চৌধুরীকে সৌদি আরব পাঠানোর কথা বলে তার চাচাতো ভাই ও বোন তিন লক্ষ ষাট হাজার টাকা নেয়। কিন্তু বাদীর ছেলেকে বিদেশে না পাঠিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করে। এবং বাদী তাদের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা করতে থাকে। এ ঘটনায় বাদি রোজিনা খাতুন গত বছর ২২ জুন ২০২২ সালে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালতে তাদের দুইজনকে আসামি করে টাকা আত্মসাতের ঘটনায় প্রতারণার মামলা দায়ের করে।

মামলার বাদীর আইনজীবী এ্যাডঃ মতিয়ার রহমান জানান, প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদির চাচাতো ভাই ও বোনকে এক বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড প্রদান করেন মহামান্য আদালত।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী মোঃ মোস্তাফিজুর রহমান সবুজ বলেন আসামিরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.