রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নে যমুনেশ্বরী নদীতে মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় এক প্রভাবশালী।
জানা যায়, উপজেলার চান্দামারী ঘাটের পাশেই স্থানীয় নেপাল দাস নামের এক ব্যক্তির বাড়ির পাশে একটি গর্ত পূরণ করার জন্য যমুনেশ্বরী নদী থেকে এই বালু উত্তোলন করছেন। জানতে চাইলে নদী থেকে কেন বালু উত্তোলন করছেন কার কাছে অনুমতি নিয়েছেন তিনি বলেন, বাড়ির পাশের গর্ত পূরণ করার জন্য বালু তলা মেশিনের মালিক মজিবুলের সঙ্গে কথা বলে বালু উত্তোলন করছি। এর বেশি আমি কিছুই জানিনা।আমি কন্ট্রাক্ট দিয়েছি। বাকি সবকিছু ওই মেশিনের মালিক মজিবুল ম্যানেজ করে বালু উত্তোলন করে দিচ্ছে।
এ বিষয়ে বালু উত্তোলনকারী মেশিনের মালিক মজিবুলের সঙ্গে কথা বললে তিঁনি বলেন, নেপাল দাসের বাড়ির পাশে একটি গর্ত পূরণের জন্য নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কারো কাছে অনুমতি নেওয়া হয়নি।
বদরগঞ্জ থানার কালুপড়া ইউনিয়নের বিট অফিসার এসআই আহসান হাবীব বলেন, বালু উত্তোলনের বিষয়ে আমি কিছু জানতাম না। পরে বালু উত্তোলনের বিষয় জানতে পেরে ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ পাঠিয়ে দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।