পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের উত্তর পাশে ওয়াস ফিডে হরতাল ও অবরোধের সমর্থনে ঢাকা মেইল ট্রেন (নম্বর- ৯৯৯) আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভিশন ঈশ্বরদীর দুটি ইউনিটের সদস্যারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার (এএসআই) মো. সিদ্দিকুর রহমান জানান, ট্রেনটির বগিগুলো ধৌত করার জন্য স্টেশনের উত্তরপাশে ওয়াস ফিডে রাখা হয়েছিল। রাতে হরতাল ও অবরোধের সমর্থনে ৮/১০ জনের একটি দুর্বৃত্তদল এসে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। এই সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দেখে বাঁশি বাজালে দুর্বৃত্তরা পালিয়ে যান। এই কারণে ট্রেনের মাত্র একটি বগি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা) রেলওয়ে পাকশী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেননি।