× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোলার ৪ আসনে মনোনয়ন পেলেন যারা

ভোলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৩, ১৬:৩৪ পিএম

দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ভোলার ৪টি আসনে মনোনয়ন পেলেন যারা। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ থেকে তাদের পছন্দের প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। রবিবার বিকাল ৪টায় রাজধানীর ধানমণ্ডিতে দলীয় কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। 

এ সময় ভোলার ৪টি সংসদীয় আসনের জন্যও আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের নামের তালিকাও ঘোষণা করেন তিনি।

সংসদীয় আসন ভোলা-১ সদর আসন থেকে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব, বর্ষিয়ান রাজনীতিবীদ, সাবেক সফল বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে মনোনয়ন পেয়েছেন তারই ভাতিজা, সাবেক এমপি আলী আজম মুকুল। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এরা সকলেই বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে এর আগে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন। ভোলার ৪টি সংসদীয় আসনে আওয়ামীলীগের নেতা-কর্মীদের পছন্দের প্রার্থীরা মনোনয়ন পাওয়ায় তাদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্ব-স্ব আসনের নেতা-কর্মীরা নেচে গেয়ে-বাদ্য বাজিয়ে পার্টি অফিসে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করতেও দেখা গেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.