× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস

জয়পুরহাট প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৩, ১৬:২৩ পিএম

২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে৷ রোববার প্রকাশিত ফলাফলে এ প্রতিষ্ঠানের ৪৮ পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

সূত্র জানায়, রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে থাকে। জেলার মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ফলাফলে শীর্ষস্থান দখল করেছে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। ২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৩টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। পূর্বের ১২টি ব্যাচের মতো ১৩তম ব্যাচও আশাব্যঞ্জক ফলাফল অর্জন করেছে।

জানতে চাইলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখেছে। 

শতভাগ পাস নিয়ে জয়পুরহাট শীর্ষ অবস্থানে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ ছাড়া জেলার অপর শীর্ষ প্রতিষ্ঠান জয়পুরহাট সরকারি কলেজে এবার পাসের হার ৯২ দশমিক শতাংশ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজে পাসের হার ৯৩ দশমিক ৯১ শতাংশ। মধ্যে  ৪১জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।  

এছাড়াও জেলার এইচএসসি (আলিম) জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় পাসের হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে ১১জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসায় ৯৭ দশমিক ৪৪ শতাংশ। মধ্যে ৩জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং হানাইল নো'মানিয়া কামিল মাদ্রাসায় ৯০.৯১ শতাংশ। মধ্যে ৬জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.