× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে বামজোটের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২৫ নভেম্বর ২০২৩, ১৯:৫৪ পিএম । আপডেটঃ ২৫ নভেম্বর ২০২৩, ২১:৪৮ পিএম

রংপুরে বামজোটের বের হওয়া  মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ সময় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে সরকারের পদত্যাগ দাবিতে বের হওয়া মিছিলে এ ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছে।

বিকেল ৫টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে জেলা বামজোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ৪ দফা দাবিতে মিছিল নিয়ে টাউন হলের দিকে যাচ্ছিলো। পথে ভাঙা মসজিদ এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়।

এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিচার্জে সিপিবি’র রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ আহ্বায়ক আব্দুল কুদ্দুস, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি রীনা মুর্মুসহ ৫ জন আহত হন।

এ ব্যাপারে ছাত্রফ্রন্ট নেত্রী রীনা মুর্মু বলেন, আমরা মিছিল করার বিষয়ে আগে পুলিশকে অবহিত করেছি। তারপরও পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এসময় আমিসহ আমাদের এক নারীনেত্রীকেও পুলিশ মেরেছে।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, অনুমতি না থাকায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। মিছিলে কোনো লাঠিচার্জ করা হয়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.