ভোলার চরফ্যাশন উপজেলায় রেন্ডি গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ সিকদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ২ টার সময় উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ সিকদার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড নুর ইসলাম সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ২টার সময় নুর ইসলাম সিকদারের ছোট ছেলে লিটন সিকদার নিজ বাড়িতে রেন্ডি গাছ কাটতে গাছে ওঠেন। রেন্ডি গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারের ওপর একটু কাটা ডাল পড়ে। ডালটি সরাতে গিয়ে নুর ইসলাম সিকদারের বড় ছেলে ফিরোজ সিকদার বিদ্যুতায়িত হন। এরপর পরিবারের সদস্যরা উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা স্থানীয় ইউপি সদস্য রফিজল সিকদার।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বলেন, দুপুরে বিদ্যুতায়িত হয়ে ফিরোজ সিকদার নামে এক যুবক মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।