নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহা. মেহেদী হাসানের সাথে জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে।
শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মোহা. মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে নড়াইল প্রেসক্লাবসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ।
সভায় নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং নড়াইল জেলার আইন-শৃংখলা রক্ষায় সাংবাদিকদের সাথে নিয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের পক্ষ থেকেও জেলা পুলিশকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, মোঃ তারেক আল মেহেদী, দোলন মিয়াসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য, জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।