× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে ইটভাটার বকেয়া বিদ্যুৎ বিলের লাল নোটিশ!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৩, ১৪:২৯ পিএম

পটুয়াখালীর দুমকিতে একাধিকবার ভেঙে দেয়া অবৈধ ইটভাটার প্রায় সাড়ে চার লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে লাল নোটিশ দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারের পক্ষে পল্লী বিদ্যুৎ বোর্ড আদালতের এডভোকেট আফজাল হোসেন উপজেলার জোয়ারগরবদি মৌজার লোহালিয়া নদীর পূর্বপাড়ে গড়ে ওঠা মেসার্স হাওলাদার ব্রিক্স ফিল্ডের বকেয়া ৪ লাখ ৫৬হাজার ৪শ ২৪ টাকা বিদ্যুত বিল পরিশোধে এ লাল নোটিশ প্রদান করেছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, জেলার বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ব্যক্তি ও রাজনৈতিক প্রভাবে ৭/৮বছর আগে দুমকি উপজেলার জোয়ারগরবদি মৌজায় লোহালিয়া নদীর তীরে মেসার্স হাওলাদার ব্রিক্স নামের ওই ইটভাটাটি তৈরী করেন এবং বিধি বহির্ভূত ভাবে বাউফল এরিয়া অফিস থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিল পরিশোধ না করেই অবৈধ ইটভাটার ব্যবসা চালাচ্ছেন। ইটভাটাটির বৈধ কাগজপত্র না থাকায় ইতোপূর্বে দুমকি উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দু’দফায় তা ভেঙ্গে দিলেও রহস্যজন ভাবে কয়েকদিন পরই ফের চালু করা হয়। এতে প্রায় ৪লাখ ৫৬হাজার ৪শ’২৪টাকা বিদ্যুৎ বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ পরিশোধে বার বার তাগিদ সত্ত্বেও পরিশোধ না করায় গত বছরের ৫মে সংযোগ বিচ্ছিন্ন করে সম্প্রতি এ চুড়ান্ত লাল নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রাপ্তির পরেও বকেয়া টাকা পরিশোধ করা না হলে আর্থিক ক্ষতিসহ আদালতে মামলা রুজুর উল্লেখ রয়েছে। 

ভৌগলিক সীমানার বাইরে প্রভাবশালীর অবৈধ ইটভাটায় বিদ্যুত সংযোগ প্রদান এবং বকেয়া বিলের লাল নোটিশ নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।  

এ বিষয়ে ইটভাটার প্রকৃত মালিক বাউফল উপজেলা চেয়ারম্যান আব্দুল মোলেব হাওলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বাউফল উপজেলা পল্লীবিদ্যুত সমিতির  ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মজিবুররহমান চৌধুরি এ তথ্য জানান। 

পল্লী বিদ্যুত সমিতি এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন এ লাল চূরান্ত নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.