× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে ছাত্রদলের আহ্বায়কের পদত্যাগ

ঝালকাঠি প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৩, ১৩:৪১ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল ইমরান কিরনের দলীয় পদ এবং দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগের খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) রাতে তার নিজ ফেসবুক প্রোফাইলে পদত্যাগপত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে তিনি এ বিষয়টি জানান।

ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর একটি পদত্যাগপত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক সমস্যার কারণে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। তিনি একই সাথে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান। পদত্যাগ পত্রে জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এটি গ্রহন করার অনুরোধ জানান। 

পদত্যাগের বিষয়ে আল ইমরান কিরন বলেন, আমি শারিরীক ভাবে অসুস্থ থাকায় আমার উপরে অর্পিত দলের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার মা ক্যান্সারের রোগী এবং বাবা বয়োবৃদ্ধ লোক। তাই আমার উপরে দিপদ আসলে তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন নিজেকে বোঝাতে পারবো না। আমার উপরে ইতোমধ্যে বিভিন্ন সময় নিজ দলের এবং সরকারি দলের হামলা হয়েছে তাতে আমার পরিবার সবসময় ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। তাই আমি সব দিক ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আমি শুনেছি বিকেলে একটি পত্র দফতরে এসেছে। তবে এখনো আমার হাতে পাইনি। হাতে পেলে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিব।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.