× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালী-১ আসনে নৌকার মনোনয়ন দৌড়ে ১১ জন

শাহিন খান,পটুয়াখালী

২৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৮ পিএম

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ- দুমকি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ১১ জন প্রার্থী দলের সংসদীয় মনোনয়ন বোর্ডে তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  

ওই আসনে নৌকার টিকিট পাওয়ার জন্য মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত সময় মনোনয়ন বোর্ডে ১১ জন  সম্ভাব্য প্রার্থী  মনোনয়ন দাখিল করেছেন। 

তারা হলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার দ্যা সূর্য্যসেন হলের সাবেক ভিপি সম্প্রতি একাদশ জাতীয় সংসদের এ আসনেরই উপ নির্বাচনে নির্বাচিত সাংসদ এ্যাড. আফজাল হোসেন, সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের সাংসদ,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান-শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মো.খলিলুর রহমান মোহন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ- কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ও The daily bangel express পত্রিকার প্রকাশক ও সম্পাদ মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি  সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার  সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ সুলতান আহম্মেদ মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বদরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ হারুন অর রশিদ হাওলাদার, সদ্য প্রায়াত সাংসদ  সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এঁর মেজ ছেলে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী বার্তা সম্পাদক এ্যাড. মোঃ তারিকুজ্জামান মনির, কেন্দ্রীয় আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প উপকমিটির সম্পাদক আর্কিটেক নিখিল গুহ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেসিক ব্যাংক লিঃ এর সাবেক পরিচালক মোঃ রাজিব পারভেজ, আউলিয়াপুর ইউনিয়ন  আওয়ামীলীগের প্রাথমিক সদস্য এটিএন বাংলা'র সংবাদ পাঠক নাজনিন নাহার মৃধা। 

মনোনয়ন প্রত্যাশিত এ নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করে নৌকার মনোনয়ন পেতে চেষ্টা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.