× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহের ১১ আসনে নৌকার প্রার্থী হতে চান ১৪৫ জন

ময়মনসিংহ ব্যুরো

২৩ নভেম্বর ২০২৩, ১৭:৫০ পিএম

জাতীয় সংসদের ময়মনসিংহ জেলার ১১টি আসনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের ১৪৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ময়মনসিংহ-১ আসনে ৮ জন, ময়মনসিংহ-২ আসনে ৭ জন, ময়মনসিংহ-৩ আসনে ১৬ জন, ময়মনসিংহ-৪ আসনে ৮ জন, ময়মনসিংহ-৫ আসনে ৮ জন, ময়মনসিংহ-৬ আসনে ১১ জন, ময়মনসিংহ-৭ আসনে ২২ জন, ময়মনসিংহ-৮ আসনে ১১জন, ময়মনসিংহ-৯ আসনে ১৬ জন, ময়মনসিংহ-১০ আসনে ১৪ জন ও ময়মনসিংহ-১১ আসনে ২৪ জন মনোনয়নপত্র কিনেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা সূত্রে জানা গেছে,ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের জুয়েল আরেং সহ মোট ৮ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শরীফ আহমেদ (বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী)সহ ৭ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদসহ ১৬ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-৪ (সদর উপজেলা) আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ বর্তমান এমপি। কিন্তু আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি হতে ৮ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেএম খালিদ (সংস্কৃতি প্রতিমন্ত্রী)সহ ৮ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের অ্যাডভোকেট মোসলেম উদ্দিনসহ ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীসহ ২২ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি ফখরুল ইমাম। কিন্তু আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি হতে ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৬জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেলসহ ১৪ জন মনোনয়নপত্র কিনেছেন।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কাজিম উদ্দিন আহম্মেদ ধনুসহ ২৪ জন মনোনয়নপত্র কিনেছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সাথে ঐক্যজোট করে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করলে ময়মনসিংহ-৪ (সদর উপজেলা) আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)আসনে জাতীয় পার্টির ফকরুল ইসলাম জয়লাভ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.