খুলনার ছয়টি আসনে বর্তমান সংসদ সদস্য, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ ৪৭ নেতা-কর্মী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩ টি আসনে মোটামুটি সাবেক সংসদ সদস্যরাই বহাল থাকছেন। বাকি ৩টিতে পরিবর্তনের সম্ভবনা রয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সুত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার থেকে সংসদীয় বোর্ডেও সভায় এ ধরনের সিদ্ধান্ত আসতে পাওে বলে ওই সুত্রটি দাবি করেছেন।
গতমঙ্গলবার পর্যন্ত দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে ৬ সংসদীয় আসনে ৪৭ জন। এর মধ্যে খুলনা-১ বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদের হুইপ সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। তবে গতকাল থেকে জোর গুঞ্জন চলছে বঙ্গবন্ধুর ভ্রাতুসপূত্র বিসিবির পরিচালক শেখ সোহেল আহমেদ বটিয়াঘাটা-দাকোপের নৌকার মাঝি হচ্ছেন। কোন কারণে এ দুজনের মধ্যে নৌকা প্রতীক না দিলে ভাগ্য খুলতে পারে সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলের।
এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৬৫ জন। একাদশ নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৫৯ হাজার ৪২০ জন। খুলনা-২ সিটি কর্পোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুসপুত্র শেখ সালাউদ্দিন জুয়েলের মনোনয়ন চুড়ান্ত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২০ হাজার ২১৯ জন। একাদশ নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৯৪ হাজার ১১৬ জন। খুলনা-৩ সিটি কর্পোরেশনের ১ নম্বর থেকে ১৫ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়ে গঠিত।
এ আসনে বর্তমান সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুযান সুফিয়ানের মনোনয়ন চুড়ান্ত। কোন কারণে এ আসনে প্রার্থী পরিবর্তন হলে যুবলীগ নেতা বিথারের স্ত্রী রুনু বিথারের কপাল খুলতে পারে। এ আসনে বর্তমান ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭০৯ জন। একাদশ নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ২৬ হাজার ২৮১ জন। খুলনা-৪ তেরখাদা, দিঘলিয়া ও রূপসা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী। রাজধানীর একটি বাড়ি এবং ক্রীড়া সংগঠন নিয়ে বিতর্কের জন্ম নেওয়ায় কপাল পুড়তে পারে তার। তবে সেক্ষেত্রে কপাল খুলতে পারে দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকার অধিকারী খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের। এ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৫৫ হাজার ১৫৩ জন।
একাদশ নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ১০ হাজার ৪৭৬ জন। খুলনা-৫ ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের মনোনয়ন চুড়ান্ত। সবকিছু ঠিক াকলে ২৫ বা ২৬ নভেম্বর নৌকার টিকিট তিনিই হাতে পাবেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ২১৯ জন। একাদশ নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৪৪ হাজার ৪৭০ জন। খুলনা-৬ পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত।
এ আসনে বর্তমান সংসদ সদস্য সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু। নানা কারণে তিনি এলাকায় গ্রহনযোগ্যতা হারিয়ে ফেলেছেন। সিংহভাগ দলীয় নেতাকর্মীর তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যে কারণে এ আসনে নতুন মুখ আসার সম্ভবনা বেশি। সেক্ষেত্রে সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল এবং প্রয়াত সংসদ সদস্য নুরুল হক এমপির ছেলে রাশেদুল ইসলাম রাশেদের মধ্যে মনোনয়ন পাওয়ায় সম্ভবনা বেশি। এ আসনে বর্তমান ভোটার ৪ লাখ ৫ হাজার ৩১৬ জন। একাদশ র্নিবাচনে ভোটার ছিল ৩ লাখ ৬৬ হাজার ২৩৯ জন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh