দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বর্তমান ও সাবেক সংসদ সদস্য সহ ১৪ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা করেছেন বলে জানা গেছে। মনোনয়ন ফরম বিতরণের দলীয় ঘোষণার পর প্রথম দিন থেকেই মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ পর্যন্ত যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (সদ্য পদত্যাগ) আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোকাদ্দেস আলী প্রধান বাদু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ এ কে এম আব্দুর নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমুল হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শাহজাহান আলী সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি এম এ শামীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম প্রধান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল হাসান ফাইয়ান। তারা সকলেই নিজেদের যোগ্য মনে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে নৌকা মার্র্কা প্রত্যাশা করছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন জানান, উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৯২৪ জন। এর মধ্যে অর্ধেক পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৯৪৯ এবং নারী ভোটার ২ লক্ষ ২২ হাজার ৯৬৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোাটার সংখ্যা রয়েছে ৬ জন। ভোটারগন ১শত ৩৯টি ভোট কেন্দ্রে ৯শত ২টি পুলিং বুথের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহনের সকল প্রকার প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।
উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। তফসিল অনুযায়ী আগামী ২০২৪ সালের-৭ই জানুয়ারী- বাংদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করেছেন প্রধান নির্বাচন কমিশন। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতিক বরাদ্ধ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর-২০২৩ থেকে ৫ই- জানুয়ারী-২০২৪ পর্যন্ত। এ আসনে নির্বাচনের ভোটের মাঠে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মধ্যে সংসদ নির্বাচন কেন্দ্রিক দৌড় ঝাপসহ নানা ত্যপরতা দেখা যাচ্ছে। বিরোধীদল ও জোটের প্রার্থীদের নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।
উত্তর জনপদের উত্তরের ৮ জেলার প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জের সংসদীয় এই আসনটি প্রতিটি রাজনৈতিক দলের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেন দলের নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দ। এই আসনে ১৯৯১ ও ১৯৯৬ এই আসনে সালে জাতীয় পার্টি, ২০০১ সালে বিএনপি, ২০০৮ সালে আওয়ামী লীগ ও ২০১৪ সালে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) ও ২০১৮ সালে আবারও আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh