× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনার ৬ আসনে নৌকার সম্ভাব্য প্রার্থী ৪৭ জন

খুলনা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৩, ১৭:৪৯ পিএম

খুলনার একাধিক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের সম্ভাবনায় তৃণমূল নেতা-কর্মীরা। খুলনার ছয়টি আসনে বর্তমান সংসদ সদস্য, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ ৪৭ নেতা-কর্মী দলীয় মনোনয়ন চাইছে আওয়ামী লীগের। 

তবে খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) একমাত্র প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। সর্বাধিক সম্ভাব্য প্রাার্থী খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৫ জন। আর দু’টি আসনে আগ্রহ দেখিয়েছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা জামাল।

গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।   

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মনোনয়ন বোর্ডের সভায় ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে বলে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন। খুলনা বিভাগের ৩৬টি আসনের বিপরীতে ৪১৭ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সংসদের হুইপ ও বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, সংরক্ষিত নারী সংসদ সদস্য এড. গ্লোরিয়া সরকার ঝর্ণা, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, জেলা আওয়ামী লীগ নেতা শ্রীমন্ত অধিকারী রাহুল, সাবেক সচিব প্রশান্ত কুমার রায়, বিনয় কৃষ্ণ রায়, নান্টু রায়, সনৎ কুমার বিশ্বাস ও চালনা পৌর মেয়র অচিন্ত্য কুমার মন্ডল। তবে এ আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলকে মনোনয়ন দিলেও হবাক হবেন না নেতা-কর্মীরা। 

খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) আসনে বর্তমান শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার, নগর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক ফারুক হাসান হিটলু, দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী ও প্রবাসী আ’লীগ নেতা শেখ বাদল আহমেদ। 

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল,  স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম, প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজার ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালিদীন রশিদী সুকর্ণ, জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মহানগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা মোঃ নুর আলম ও সাবেক এডিশনাল আইজিপি মারুফ আহমেদ।

খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ,  জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি সদর আওয়ামী লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর বিশ্বাস তারা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা সরোয়ার,  জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. মাহাবুবউল ইসলাম, ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, এড. রবিন্দ্রনাথ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, যুবলীগের প্রেসিডিয়ান সদস্য মৃনাল জোয়াদ্দার, চৈতালী হালদার,  আটলিয়ার সাবেক চেয়ারম্যান এড. প্রতাপ রায় ও ডাক্তার আব্দুল গণি মোল্লাহ। 

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, বর্তমান সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, তার ভাই শেখ মনিরুল ইসলাম, কয়রা উপজেলা আ’লীগের সভাপতি জিএম মহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মাদ শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম, সাবেক পাইকগাছা উপজেলা সভাপতি মো. রাশিদুজ্জামান মোড়ল, আওয়ামী লীগ নেতা এস এম সাইফুল্লাহ আল মামুন, মো. খাইরুল আলম ও যুবলীগ নেতা এসএম রাজু।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিভিন্ন দিক-বিবেচনা করেই দলীয় মনোনয়ন দেয়া হয়। সেক্ষেত্রে যেকোনো আসনেই প্রার্থী পরিবর্তন হতে পারে। দলের মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল দুই আসনে মনোনয়ন সংগ্রহের ব্যাপাওে বলেন, জেলার ৪টি আসনের সকল গ্রামে পাড়া মহল্লাহ আমার যাতায়াত রয়েছে। তবে এদুটি আসনের যেকোনো একটিতে মনেনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই সভা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, বৃহস্পতিবার ১১টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.