× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে স্বল্পমূল্যে চাল পাচ্ছে ১০ হাজার ৭৭৫ পরিবার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৩, ১৬:৪৩ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের উপকারভোগীদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। মাত্র ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনছেন প্রকল্পের উপকারভোগীরা। 

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ প্রকল্পের আওতায় স্বল্পমূল্যে চাল কিনতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন উপকারভোগী নারী ও পুরুষগণ। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খাদ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ডিলারগণ স্বল্পমূল্যে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করছেন। স্বল্পমূল্যে ডিলারদের কাছ থেকে চাল নিতে ভিড় জমিয়েছেন প্রকল্পের সুবিধাভোগী হতদরিদ্র মানুষরা। নির্দিষ্ট পরিচিতি কার্ডের মাধ্যমে  স্বল্পমূল্যে ডিলারদের কাছ থেকে চাল কিনতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন উপকারভোগীদের অনেকেই।

উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর তালুক মেকলি গ্রামের জয়নাল আবেদীন (৭০) বলেন, ধরলা নদীর তীরে আমার বাড়ি। প্রতিবছর বন্যার কারণে আমাদের এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হয়। বছরের বেশিরভাগ সময় বাজার থেকে আমাদের চাল কিনে খেতে হয়। বর্তমান বাজারে প্রতি কেজি চালের দাম ৪৫ থেকে ৫০ টাকা। কিন্তু শেখ হাসিনার দয়ায় মাত্র ১৫ টাকা কেজি দরে চাল কিনলাম। একেবারে সস্তা দামে চাল কিনতে পেরে খুব উপকার হলো আমি খুব খুশি। চর তালুক মেখলি গ্রামের মোহাম্মদ নাদের হোসেন স্ত্রী 

আমেনা বেগম বলেন, আমার স্বামী দিনমজুর। তার সামান্য আয়ে সংসার চালাতে আমাদের হিমসিম খেতে হয়। সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা চলতেই থাকে। কিন্তু স্বল্পমূল্যে চাল পাওয়ার পর থেকে আমাদের দুর্দশা কিছুটা কমেছে। এখন আমাদের খাবার কষ্ট নেই বললেই চলে। 

বড়ভিটা ইউনিয়নের ১,৩ ও ৬নং ওয়ার্ডের অনুমোদিত ডিলার রেজাউল করিম রাসেল জানান, তিনি ৫৯৫ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণের দায়িত্ব পালন করছেন। সকাল থেকে বড়ভিটা বাজারে তিনি উপকারভোগীর মাঝে নির্ধারিত মূল্যে চাল বিতরণ শুরু করছেন। আগামী দু' তিন দিনের মধ্যে সকল উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শেষ করা যাবে বলে আশা করেন তিনি। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অঃদাঃ) দেলোয়ার হোসেন সরকার জানান, উপজেলায় ১০ হাজার ৭৭৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় ২০ জন অনুমোদিত ডিলারের মাধ্যমে  উপকারভোগীদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হচ্ছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.