× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাট-৩: নৌকা প্রতিকে মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৩, ১৫:৩৯ পিএম

দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে নৌকা প্রতীকের প্রার্থণা জানিয়ে লালমনিরহাট ৩ সদর আসনে মনোনয়ন প্রত্যাশির পক্ষে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিগণ।

বুধবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। 

এসময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব, জেলা পরিষদ সদস্য মেহরুন নাহার মেরি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্য, পৌর কাউন্সিলর ও জেলা পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আর লাঙ্গল ঘাড়ে নিতে চায় না লালমনিরহাটের জনগণ।  দীর্ঘ সময় আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য না থাকায় তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা থেকেছেন অবহেলিত। এ কারণে ধীরে ধীরে সংগঠনটি দুর্বল হয়ে পড়ছে। এবার সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমানকে লালমনিরহাট-৩ আসনে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ। তারা আরও বলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করছি। 

উল্লেখ, লালমনিরহাট-৩ আসনে দীর্ঘ দিন থেকে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচিত হয়ে আসছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.