কুমিল্লার তিতাসে আন্তঃজেলা দুই ছিনতাইকারীসহ এক চোরকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, তিতাস থানার এসআই তানভীর আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২১ নভেম্বর রাত ২.৩৫টার সময় তিতাস থানার এজাহার নামীয় আসামি আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর লক্ষিপুর গ্রামের মো. জাহাঙ্গীর (২৫), ও নাইম হাসান লালু (২৭) এবং পৃথক আরেকটি অভিযানে এসআই তানভির আহাম্মদ একই রাতে স্থানীয় জনগনের সহায়তায় চোর চক্রের সদস্য তিতাস উপজেলা রাজাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো.রাসেল (২২)কে গ্রেফতার করে।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।