× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুধবার রংপুরে হরতাল ডেকেছে বিএনপি

রংপুর ব্যুরো

২১ নভেম্বর ২০২৩, ১৭:৩৫ পিএম

অবরোধের দিনে রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বুধবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুরবাসীকে আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল এবং রংপুর মহানগর এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে বিস্ফোরণ আইনের মামলায় আদালতের দেয়া সাজার প্রতিবাদে হরতাল ডেকেছে রংপুর মহানগর বিএনপি। 

এর আগে সোমবার নাশকতার মামলায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে দশ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।

এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান ও সরকার পতনের একদফা আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ডাকা সবশেষ ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে সোমবার। এক দিনের বিরতি দিয়ে আজ বুধবার থেকে সারাদেশে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.