× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী নিহত

শেরপুর প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৩, ১৭:০৬ পিএম

শেরপুরে ট্রাকচাপায় প্রকৌশলী শাহ মো. মাহবুবুল ইসলাম বুলবুল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার সকালে শহরের নবীনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রকৌশলী মাহবুবুল ইসলাম বুলবুল দিনাজপুরের সুরিহারি এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে। তিনি শেরপুরের ইলিয়াছ কনস্ট্রাকশন ফার্মের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের মাধবপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে প্রকৌশলী শাহ মো. মাহবুবুল ইসলাম বুলবুল শেরপুর থেকে নকলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের নবীনগর এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের সামনে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।  

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ঘটনাটি ঘটার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই পালিয়ে যায়। ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট না থাকায় তাকে অকালে মারা যেতে হলো। তিনি নিজের নিরাপত্তার স্বার্থে সবাইকে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর অনুরোধ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.