রংপুরের বদরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীর ছট পূজা করতে এসে পানিতে ডুবে মহাদেব সিং (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের মেলার মাঠের পাশে যমুনেশ্বরী নদীতে।
মৃত মহাদেব সিং বালুয়াঘাটা এলাকার মৃত খোকা সিং এর ছেলে।
সরেজমিনে জানা যায়, সোমবার (২০ শে নভেম্বর) সকাল ৬ টার দিকে সনাতন ধর্মাবলম্বীর ছট পূজা করতে আসেন মহাদেব সিং সহ তার পরিবারের লোকজন। পূজা শেষে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামেন মহাদেব সিং। গোসল করার সময় পানিতে ডুবে যান মহাদেব সিং। পরিবারের লোকজন ভেবেছেন গোসল করে উঠে গেছেন তারা বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় আবারও নদীর পারে চলে আসেন পরিবারের লোকজন। নদীর পারে তার সার্ট জুতো দেখে তারা ভাবেন পানি থেকে সে উঠেনি। ঘটনাস্থল থেকে ৯৯৯ লাইনে ফোন দেন। সকাল ১১ টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে রংপুরের ফায়ার সার্ভিসকে খবর দেন রংপুরের ফায়ার সার্ভিসের ডুবারি দিয়ে পানি থেকে মহাদেবের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এ ঘটনায় মহাদেব সিং এর বড় ভাই সুধীর সঙ্গে কথা বললে তিনি জানান, সকালে নদীর ঘাটে অনেক মানুষ পূজা করতে এসেছেন, আমরা পূজা করতে এসেছি। পূজা শেষে ছোট ভাই নদীতে গোসল করতে নামেন। আমরা ভেবেছিলাম গোসল করা শেষে বাড়িতে ফিরে যাবে। কিন্তু বাড়িতে গিয়ে দেখি, সে আসে নাই। চারিদিকে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে আবার নদীর ঘাটে চলে যাই। গিয়ে দেখি তার জামা ও জুতো পড়ে আছে। সবার সঙ্গে কথা বলি কেউ তাকে দেখেনি। কেউ কেউ বলেছে পানিতে নেমে হাত দেখা গিয়েছে। স্থানীয় লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করেও পাননি।পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নদী থেকে মরদেহ উদ্ধার করেন।
রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আতাউর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, আমরা ১১টা ৩০ মিনিটের দিকে খবর পেয়ে বদরগঞ্জ যমুনেশ্বরী নদীতে তীরে আসি। নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি মো. আলমগীর হোসেন ও আবুল কালাম আজাদ পানিতে নেবে ৫ মিনিটের মধ্যে মরদেহ উদ্ধার করে।