× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জ সাড়ে ৩ কেজি বিস্ফোরক উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৩, ১৭:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি বিস্ফোরকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। 

আটককৃত ইসমাইল (২৫) সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতরাতে বিশেষ গোয়েন্দা তথ্যে ভিত্তিতে র‌্যাব জানতে পারে নাশকতার সৃষ্টি,বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য মহারাজপুর এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির ঘরের খাটের নিচ থেকে একটি বাজারের ব্যাগে ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরক এবং কয়লা ২ কেজি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানান, সাম্প্রতিক সময় অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা সহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.