ময়মনসিংহ নগরীতে আলোচিত বালু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাকিব নামের এক যুবককে হত্যার পাঁচ দিন পর প্রধান আসামি ইয়াছিন আরাফাত শাওন (৩৫) ও তার ভাই মাসুদ পারভেজসহ (৩৭) ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত অন্যরা হলেন আনিছুর রহমান ফারুক (৩৮), মোঃ মানিক (৩২), মোঃ মবিন (৩৩) ও শান্ত (২০)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ছয়জনকে গ্রেফতার করে ময়মনসিংহের আনা হচ্ছে। এ ব্যাপারে শুক্রবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জের চায়নামোড় টোলবক্স এলাকায় সাইড না দেওয়াকে কেন্দ্র করে ট্রাকচালককে অহেতুক মারধরের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাকিব। এ সময় আহত হন বাসচালক সাদেক আলী ও শহীদ মিয়া। এ ঘটনায় রোববার ইয়াছিন আরাফাত শাওনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের মা হাসি আক্তার।