× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৬ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন প্রদান করেছেন। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুরাদ হাসান এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।

অনুষ্ঠানে ঝড়, অগ্নিকাণ্ড, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ঢেউটিন ও প্রতিজনকে তিন হাজার টাকার চেক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ১০০ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.