শেরপুরের নালিতাবাড়ীতে উদ্বোধন হলো টেকনিক্যাল স্কুল ও কলেজ সহ প্রাথমিক বিদ্যালয় ভবন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সারাদেশের দুই হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সেই ধারাবাহিকতায় শেরপুর জেলা প্রশাসক অফিসের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সে উদ্বোধন হয় নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ১টি উচ্চ বিদ্যালয় এবং ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের উপস্থিতিতে প্রতিটি প্রতিষ্ঠান উদ্ভোদন করে থাকেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ওয়াজ করুনী,পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ রকিবুল আলম রাকিব,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার সহ অন্যান্য সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপিকে ধন্যবাদ জানান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বক্তব্যে বলেন, আমাদের এই অঞ্চলের অভিভাবক অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এই পাহাড়ি অঞ্চলকে উন্নয়নের ছোয়া দিয়ে মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করেছেন। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেইসাথে আমাদের অভিভাবক অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর জন্য দোয়া চাই।