× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

ময়মনসিংহ ব্যুরো

১৪ নভেম্বর ২০২৩, ১৮:০৪ পিএম

ময়মনসিংহ নগরীতে বেলুন বিক্রেতার ঘরে রাখা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় দগ্ধ হয়েছেন অন্তত ১১ জন। তাদের মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় দু’টি টিনের চালা উড়ে গেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ৬ শিশু ছাড়াও দু’জন নারী ও তিনজন পুরুষ দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

দগ্ধরা হলেন চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা (২৫), কোহিনুর (৪০), ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ জানান, আহতদের সার্জারি বিভাগের ৬, ১০ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, চর কালিবাড়ির দক্ষিণপাড়া এলাকার ইদ্রিছ আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় দু’টি টিনের চালা উড়ে গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.