× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে জেলের জালে ২৮ কেজির বাঘাইড়

সিরাজগঞ্জ প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৩, ১৫:৪৪ পিএম

সিরাজগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ২৮ কেজি ওজনের বিশাল আকৃতি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বাঘাইড় মাছটি ৩১ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিলুপ্ত প্রায় এই মাছটি ধরা ও বিক্রি উভয় আইনত নিষেধাজ্ঞা থাকলেও প্রকাশ্যেই বিক্রি হয় মাছটি।

মশিপুর সরিষাকোল বাজারের মাছ ব্যবসায়ী হযরত আলী বলেন, প্রতিদিন যমুনা নদীর বিভিন্ন রকমের মাছ পাইকারি দামে কিনে এনে এ বাজারে বিক্রি করি। বুধবার সকালে সবচেয়ে বড় বাঘাইর মাছ বিক্রি করলাম। এই বাঘাইড় মাছটি ১৫ জন মিলে ৩১ হাজার টাকায় নিয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে মাছটি শাহজাদপুর উপজেলার মশিপুর সরিষাকোল মাদরাসা বাজারে নিলে ১৫ জন মিলে ৩১ হাজার টাকায় কিনে নেন। এ সময় মাছটিকে এক নজর দেখতে স্থানীয়রা ভীড় করেন।

বাজারের ইজারাদার আদম সেখ বলেন, এ বাজারে মাঝে মধ্যেই যমুনা নদীর বড় বাঘাইড় মাছ পাওয়া যায়। তবে দাম বেশি হওয়ায় একা কেউ কিনতে পারে না। এ জন্য কয়েকজন মিলে কেনার পরে ভাগ করে নেয়। এ মাছ বিক্রি নিষিদ্ধ এমনটা আমরা জানি না, কখনো শুনিনি।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান বলেন, যমুনায় ইলিশ রক্ষায় সফল অভিযানের কারণে এখন যমুনার মোহনায় মাঝে মধ্যেই বিভিন্ন রকমের বড় বড় মাছ পাওয়া যাবে। তবে বিলুপ্ত এই মাছটি ধরা ও বিক্রি নিষেধাজ্ঞা থাকলেও জেলেরা মাছ ধরে স্থানীয় বাজারে তাৎক্ষনিক বিক্রি করে। তবে জেলেদের জানানো হয়েছে। এই মাছ বিলুপ্ত, এই মাছ ধরা যাবে না বলে তিনি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.