× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থীর ভোট বর্জন

লক্ষ্মীপুর প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৩, ১৬:৩৫ পিএম

কম ভোটার উপস্থিতির মাঝেও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখলসহ নানা অনিয়ম, বলপ্রয়োগ ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী মো. রাকিব হোসেন এবং জাকের পার্টির প্রার্থী শামছুল করিম খোকন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার (৫ নভেম্বর) বেলা ১.৪০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে জাতীয় পার্টির প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। বেলা ২টার দিকে জাকের পার্টির প্রাার্থী শামছুল করিম খোকনও ভোট বর্জনের ঘোষণা দেন।

জাতীয় পার্টির প্রার্থী মো ঃ রাকিব হোসেন বলেন, সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি আমার কোন এেেজন্ট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এসময় তিনি প্রায় ১৫টি কেন্দ্রের নানা অনিয়ম তুলে ধরেন।

তিনি বলেন, বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ভোট দিতে দেখেছি। যাদের ভোটার হওয়ার বয়সই হয়নি। আমরা কেন্দ্রে গিয়ে দেখেছি বাহিরে ভোটার নেই কিন্ত একএকটা বুথে গিয়ে দেখেছি ১৪০/১৫০ জন ভোট দিয়ে ফেলেছে। এ অবস্থায় আমি ভোট বর্জন করলাম।

শামছুল করিম খোকন বলেন, আমি খবর পেয়েছি পূর্বাঞ্চলে আওয়ামীলীগের নেতাকর্মীরা

এক একজন ১০/১৫ করে ভোট দিয়ে বাক্স ভর্তি করেছে। সাধারণ ভোটরদেরও তারা ভোট কেন্দ্রে আসতে দেয়নি।  এসময় তিনি বলেন শহরের শহীদ স্মৃতি একাডেমি কেন্দ্রের ভিতওের গিয়ে আমি দেখেছি একজন প্রার্থীর পক্ষে প্রচুর জাল ভোট পড়েছে। বিভিন্ন কেন্দ্রে বাহিরের পরিবেশ ঠিক রেখে ভিতরে জাল ভোট দিচ্ছে। আমার ৩৬ জন এজেন্টকে কেন্দ্রেই ঢুকতে দেয়নি। এ অবস্থায় আমি ভোট বর্জন করলাম।

১১৫টি ভোটকেন্দ্রে ৮২৭টি ভোটকক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। সকালে কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম।

প্রসঙ্গত, এ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে কারণে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা দেন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.