× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৩, ১৮:০৩ পিএম

নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইহুদি আগ্রাসনের বিরদ্ধে ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাকেরপার্টি ঝালকাঠি জেলা শাখা। 

জাকেরপার্টি, মহিলা ফ্রন্ট, ছাত্রফ্রন্টসহ দলটির সকল অঙ্গসংগঠনের  পাঁচ শতাধীক নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়।

‘ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (২৭ অক্টোবর) জুম্মার নামাজের পরে সদর উপজেলা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। 

শহরের গুরুত্বপুর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য দিয়েছে জাকের পার্টি জেলা শাখার সভাপতি মো. ফারুখ আহম্মেদসহ অন্যান্য নেতা কর্মীরা। বক্তারা বলেন, ফিলিস্তিন ও আল আকসা মুসলমানদের পূণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদেরই নয়, গোটা মুসলিম উম্মাহর। 

পৃথিবীর সকল মুসলিমসহ বিকেববান মানুষকে ইহুদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সসমাবেশে আসা নেতৃবৃন্দরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.