× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএএনসিতে ৭ম নাইটিঙ্গেল অঙ্গীকার ও ক্যাপিং

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৩, ১৫:৩৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ অ্যাডভান্টিস নার্সিং কলেজ (বিএএনসি) এ সপ্তম লাইটিংগেল অঙ্গীকার ও ক্যাপিং অনুষ্ঠান উদযাপন হয়েছে। 

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়ে রাতে শেষ হয়।

বিএএনসির প্রিন্সিপাল স্যান্ড্রা রুমি মধুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেজারার অমল বড়াই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোঃ লুৎফুর রহমান আজাদ, তিমোথী রায়, ডা. আর পি বালা, অলক দাস সহ শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন, শিক্ষার্থীদের ক্যাপিং ও কোরিওগ্রাফি প্রদর্শন করা হয়। বাংলাদেশ অ্যাডভান্টেস্ট নার্সিং কলেজ (বিএএনসি) এর বিএসসি নার্সিং ট্রেডে সপ্তম ব্যাচের ৪৭ জন শিক্ষার্থীকে ক্যাপ পড়ানো এবং শপথ বাক্য পাঠ করানো হয়। সর্বশেষ প্রফেসার ডেভিট দুলাল মিত্র দোয়া ও প্রার্থনা মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.