× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে সাবেক মহিলা ইউপি সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে সাগরে স্পিডবোট ডুবে সাবেক মহিলা ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন (৬০) সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার আব্বাস আলীর স্ত্রী। তিনি সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ছিলেন।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপের বাসিন্দা ও পর্যটক নিয়ে একটি স্পিডবোট টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে আসার পথে বিকাল ৩টার দিকে বঙ্গোপসাগরে ‘গরা’ নামক স্থানে হঠাৎ বৈরি আবহাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপের কোস্টগার্ড ও স্পিডবোট সমিতির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেককে উদ্ধার করে সেন্টমার্টিন দ্বীপের হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন দ্বীপ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাঈমুর রহমান বলেন, ‘স্পিডবোট ডুবির ঘটনায় হাসপাতালে আনা ফিরোজা খাতুন নামে এক মহিলাকে আমি মৃত অবস্থায় পেয়েছি। এরপর ৯ বছরের এক কিশোরী এবং ৩৫ বছর বয়সী এক নারীকে আনা হয়েছে। এদেরকে চিকিৎসাসেবা দিয়ে দেওয়া হচ্ছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.