নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য এবং আগামীতে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মিজানপুর ইউনিয়নবাসী।
সোমবার সকাল ১১টায় পদ্মা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সহভাপতি নজর মওলা, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার কোরবান আলী মোল্লা।
বক্তরা বলেন গেল দেড় যুগেরও বেশি সময় ধরে পদ্মার তীব্র ভাঙনের মুখে পড়েছে রাজবাড়ী জেলা। এরই মধ্যে পদ্মার পেটে চলে গেছে শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে নতুন করে ফের ১৫ সেপ্টেম্বর ভাঙন দেখা দিয়েছে। কিন্তু রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের কর্মককর্তাদের খবর দিলেও তারা কোন কাজ করছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা বলেন নদীভাঙন রোধে সঠিক কোনো কাজ হচ্ছে না। মাঝে মাঝে এসে কয়েকখানা বস্তা ফেলা হয়। তাদের দাবি, তারা কোনো ত্রাণ চান না। স্থায়ীভাবে নদীশাসন চান।
গত ১৫ সেপ্টেম্বর দুপুর থেকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেণিনগর, চরসিলিমপুর, মহাদেবপুর ও কালীতলা এলাকায় ভাঙন শুরু হয়। এতে প্রায় ২ কিলোমিটার এলাকা ভেঙে ফসলি জমিজমাসহ বহু গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও স্থাপনা।