চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে আটক পুলিশ । গতকাল শুক্রবার ভোর রাতে বাবুরহাট যাত্রী ছাউনির সামনে থেকে, তাকে আটক করে মডেল থানা পুলিশ। আটকৃত ব্যক্তির নাম সাদিকুর রহমান রনি (৩৮)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
আটক সাদিকুর রহমান রনি হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বাসিন্দা। তার রড-সিমেন্টের দোকান রয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় রনি নামে একজনের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হাতে থাকা হলুদ রংয়ের শপিং ব্যাগে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি আরো বলেন, ‘ইয়াবা নিয়ে চাঁদপুর থেকে লঞ্চ বা গাড়িতে করে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছিল রনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।