ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক মারা গেছেন। তার নাম শফিকুল ইসলাম (৪০)। এ ঘটনায় আহত হয়েছে দুই শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বৃষ্টির মধ্যে টিএসসিতে এ ঘটনা ঘটে।
বিকালে বৃষ্টির মধ্যে টিএসসিতে একটি বড় গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে। সেখান দিয়ে একটি রিকশা যাচ্ছিল। গাছটি ভেঙে রিকশার ওপর পড়লে দুই যাত্রীসহ চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে এলে রিকশাচালক মারা যান। আহত দুই জন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃতের কাছে থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত রিকশাচালকের নাম শফিকুল ইসলাম। তিনি শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামের মো. হাফেজের ছেলে। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।