রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে আরএএমসি শপিং কমপ্লেক্স ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেনে এই টুর্ণামেন্টের আনুষ্ঠিত উদ্বোধন করা হয়।
‘সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলার আছে প্রয়োজন’ স্লোগানে আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
আরএএমসি শপিং কমপ্লেক্স’র সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, আরএএমসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও সেরা করদাতা তৌহিদ হোসেন, ব্যবসায়ী তাজুল ইসলাম প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ উদ্যোক্তা তানবীর হোসেন আশরাফী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন মার্কেট কমিটির এই আয়োজন দোকান মালিক এবং কর্মচারীদের ভিতরে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভরে উঠবে এবং যুবসমাজ মাদক, জুয়া ও অন্যান্য অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সতেজ রাখবে।