× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীনগরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

১৯ জুন ২০২৩, ১৯:৪২ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধব-১৭) -২০২৩ ফাইনাল খেলা ১৯ জুন সোমবার বিকাল ৪ টায় শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক, শ্রীনগর থানার ও.সি আমিনুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, আঃলতিফ মাষ্টার, জেলা পরিষদের সদস্য এম মাহাবুব উল্লাহ কিসমত।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খান, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, শ্যামসিদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজির হোসেন। যে'দুটি দল ফাইনাল অংশ গ্রহণ করেন সে'দুটি দল হল তন্তর ইউনিয়ন বনাম শ্যামসিদ্দি ইউনিয়ন পরিষদ। তন্তর ইউনিয়ন, শ্যামসিদ্দি ইউনিয়ন পরিষদকে ৬-০ গোলে পরাজিত করে শিরোপা জয়লাভ করে। অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.