× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আপনঘর ফাউন্ডেশন উদ্যোক্তা প্লাটফর্মের পণ্য প্রদর্শনী মেলা

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন ২০২৩, ১৪:২৬ পিএম

সিরাজগঞ্জ জেলা সমিতি ভবনে আজ দিনব্যাপী আপনঘর ফাউন্ডেশন উদ্যোক্তা প্লাটফর্ম আয়োজিত প্রথম পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কথাসাহিত্যিক ইসহাক খান। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রয়টার্স পদকপ্রাপ্ত সাংবাদিক রফিকুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী নবী নেওয়াজ খান বীণু, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মকসুদুল আলম মাসুম, অংশীর প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক শ্যামলী খান ও অংশীর সাধারণ সম্পাদক কবি শাহিদা ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আপনঘর ফাউন্ডেশন উদ্যোক্তা প্লাটফর্মের সভাপতি মাসুমা খাতুন সাথী। 

প্রায় ৫০ জন নারী  উদ্যোক্তা তাদের নিজেদের তৈরি পণ্য নিয়ে মেলার পসরা সাজিয়েছিলেন।

মেলায় পণ্যের মধ্যে ক্রেতাদের নজর কেড়েছে হ্যান্ড পেইন্টেড শাড়ি ও বেডশিট, হাতে তৈরি গুড়া মশলা, কচু ও আমলকীর আচার, চিকেন কাবাব, ডাবের পুডিং, সিলেটের চাপাতা, নারায়ণগঞ্জের জামদানী থ্রিপিস, বাচ্চাদের নকশীকাঁথা সহ ইত্যাদি পণ্য। 

পণ্য প্রদর্শনী মেলা তখনই সার্থক হয় যখন তাতে ক্রেতাদের আগ্রহ সৃষ্টি হয়। মেলায় ক্রেতাদর্শনার্থীগণ প্রচুর কেনাকাটা করেন। 

নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য এধরণের পণ্য প্রদর্শনী মেলা বেশী বেশী হওয়া দরকার বলে জানিয়েছেন ক্রেতারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.