× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে ৮ কোটি ব্যায়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি

০৯ জুন ২০২৩, ০৭:৫৬ এএম

বান্দরবানের আট কোটি ব্যায়ের বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকালে পৌর শহরে প্রধান অতিথি থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উদ্বোধনের মধ্যে রয়েছে পৌরসভা অর্থায়নের ৬৯ লক্ষ টাকার ব্যায়ের বান্দরবান কলেজ গেইট হতে PWD অফিস পর্যন্ত ৭৫০ মিটারে কার্পেটিং মেরামত ও উন্নয়ন বোর্ড অর্থায়নে সাড়ে সাত কোটি টাকা ব্যায়ের কেন্দ্রীয় কবর স্থানে লাশ ঘর, গেইট ও রাস্তা , হাসপাতাল সামনে থেকে ক্যাং মোড় পর্যন্ত ড্রেইন, জেলা বাস টার্মিনাল ভবন ও মসজিদ নির্মাণ। উদ্বোধন শেষে  নির্মিত দৃষ্টিনন্দন টানেল পরিদর্শন করেন তিনি।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন, পৌর মেয়র সৌরভ দাশ শেখর, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, সহকারী প্রকৌশলী মো,এরশাদ,কাউন্সিলর বাচ্চু, মো.সেলিম, দিপীকা তংচঙ্গ্যা, মংমংসিংসহ গণমান্য ব্যক্তিবর্গ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.