× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে ডায়রিয়া রোগীদের দেয়া হচ্ছে সম্মিলিত চিকিৎসা সেবা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

০৮ জুন ২০২৩, ১০:০৭ এএম । আপডেটঃ ০৮ জুন ২০২৩, ১০:১৪ এএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়া ও আশপাশের  কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া ও কলেরা। এরই মধ্যে সাজেকের ৭ নং ওয়ার্ডের দুর্গম লংথিয়ান পাড়ায় এক নারী সহ দুই জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলছে আরো অর্ধশতাধিক নারী ও শিশু বয়স্ক লোকের।

সড়ক যোগাযোগ ব্যাবস্থা না থাকায় আক্রান্তদের হাসপাতালে পাঠানো যাচ্ছে না। ডায়রিয়া আক্রান্তের খবর ছড়িয়ে পরলে গ্রামবাসীদের সহায়তায় জেলা প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির যৌথ মেডিকেল টিম কাজ শুরু করেছে। 
বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এর দিকনির্দেশনায় বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে খাগড়াছড়ি ২০৩ ব্রীগ্রেডের ৫ ফিল্ড এম্বুলেন্স এর তত্তাবধানে সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন ও বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন দুইটি সহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিতে শুরু করেছে।

সেনাবাহিনী বিমান বাহিনী বিজিবি ও উপজেলা প্রশাসনের যৌথ মেডিকেল টিমের চিকিৎসকেরা ৩৫০ থেকে ৪০০ জন রোগীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বলে জানান। সেবা পেয়ে এরই মধ্যে আক্রান্ত অনেকে সুস্থ হয়ে উঠেছে। চিকিৎসক দলের প্রতিনিধিরা জানায় যতদিন প্রয়োজন আক্রান্ত এলাকায় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে আগামীতেও এই সহায়তা চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.