× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে তালগাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

০৮ জুন ২০২৩, ১০:০০ এএম

আগামী প্রজন্মদেরকে বজ্রপাত মৃত্যুর হাত থেকে বাঁচাতে ও রাস্তায় ছায়া ও বিশুদ্ধ অক্সিজেন পেতে   সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের   উত্তর সারটিয়া গ্রামের রাস্তা হইতে কান্দাপাড়া রাস্তা পর্যন্ত  ৫' শতাধিক  তাল গাছের চারা রোপন  কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

২০২২-২৩ অর্থবছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল হতে দিনব্যাপী উক্ত তালের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।    

এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (  উদ্যোন) কৃষিবিদ এনামুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা র শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা,  ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তোজ্জামেল হক বকুল প্রমুখ। 

উক্ত তালগাছের চারা রোপন কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করেন শিয়ালকোল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ বি.এম. সানাউল্লাহ (এসএএও শিয়ালকোল), কৃষিবিদ  আব্দুল্লাহ -আল-মাহমুদ (এসএএও  চণ্ডিদাসগাঁতি), কৃষিবিদ আব্দুল হালিম ও বদিউজ্জামান (এসএএও শিয়ালকোল)।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.