× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে কাউন্সিলর প্রার্থী মান্নার মনোনয়ন বাতিল

বরিশাল ব্যুরো

০৮ জুন ২০২৩, ০৭:৫৭ এএম

ভোটের তিনদিন আগে মনোনয়ন বাতিল হলো বরিশাল মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রইজ আহমেদ মান্নার। 

বৃহাস্পতিবার (৮ জুন) দুপুরে হাইকোর্টের এপিলেড ডিভিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করে। 

রইজ আহমেদ মান্না নৌকার কর্মীদের মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ১২ই জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মান্না ও তার ভাই দুটি মনোনয়ন ক্রয় করেন। পরে তার ভাই মুন্নার মনোনয়ন বাতিল করা হয়। দুই ভাই এর বিরুদ্ধে আপিল করেন। আপিলে বড় ভাই মুন্নার মনোনয়ন বৈধ হলেও মান্নার মনোনয়ন অবৈধই থাকে। পরে হাইকোর্ট থেকে তার মনোনয়ন বৈধ হয়। ঘুড়ি মার্কা নিয়ে তার সমর্থকরা মাঠে নামেন। 

এদিকে কারাগারে থাকা অবস্থায় মান্নাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। তবে নির্বাচনের মাঠে তার ব্যাপক প্রচারণা চলে। প্রচুর সমর্থক দিন রাত মাঠে কাজ করায় তার বিজয়ের সম্ভাবনা সৃষ্টি হয়। এরই মধ্যে আজ দুপুরে সংবাদ মেলে তার মনোনয়ন বাতিল হয়েছে।

এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, হাইকোর্টের এপিলেড ডিভিশন দুপুর একটায় তার মনোনয়ন বাতিল করে।

মান্নার ভাই মুন্না মনোনয়ন বাতিলের কথা স্বীকার করেছেন। জানা গেছে, মান্নার সমর্থকরা শেষ মুহূর্তে মনোনয়ন বাতিল হওয়ায় মুষড়ে পড়েছেন। তারা এখন মান্নার ভাই মুন্নার লাটিম মার্কা নিয়ে মাঠে নামবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রইজ আহমেদ মান্না বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ডান হাত বলে পরিচিত।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.