× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৮ জুন ২০২৩, ০৬:২১ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন নীতি অবমাননা করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল এমরান খান।

গত মঙ্গলবার (৬ জুন) উপজেলার বিভিন্ন হাটবাজারে তিনি অভিযান চালান। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা করে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন ২০১৩’ এর ধারা ৪ মোতাবেক নিবন্ধন না থাকায় স্কাই এয়ার ট্রাভেলস কে ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক কর্ণফুলী সুইটসকে ২০ হাজার টাকা ও মেডিক্যাল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুসারে নিউ হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড কলসালটেন্ট সেন্টারকে ৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ড অনুসারে স্ব স্ব প্রতিষ্ঠান দণ্ড পরিশোধ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.