× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীতে ডাকাতের হামলায় সিকিউরিটি গার্ড গুলিবিদ্ধ

মহেশখালী প্রতিনিধি

০৮ জুন ২০২৩, ০৫:৫১ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এসপিএম প্রকল্পে ডাকাতি করতে গিয়ে গেটে তাদেরকে বাঁধা দিলে ডাকাত দলের ছোঁড়া গুলিতে প্রকল্পে ডিউটিরত ১ জন সিকিউরিটি গার্ড মাথার এক পাশে গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার সময় এ  দুর্ধর্ষ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিকিউরিটি গার্ড হলেন হিজবুল্লাহ (২২)। 

তিনি স্থানীয় সোনাপাড়া এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে। 

এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভোরে স্থানীয়দের সহযোগিতায় কালারমার ছড়ার সাইরাঘোনার মেহেদী রিয়াদ নামে এক ডাকাত কে সন্দেভাজন আটক করে পুলিশকে দিয়েছে  জনতা। 

বিষয়টি  সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার এস আই হাসান বলেন, সিকিউরিটি গার্ড হিজবুল্লাহর মাথার এক পাশে গুলি লেগেছে।  উন্নাত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠিয়েছেন স্থানীয় চিকিৎসক। 

জানা গেছে, প্রতিনিয়ত এসপিএম প্রকল্পে চুরি- ডাকাতির মত ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা না নেওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.