× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজস্থলীতে আশ্রয়ণের ঘর পরিদর্শন জেলা প্রশাসকের

রাজস্থলী প্রতিনিধি

০৮ জুন ২০২৩, ০৫:০৪ এএম

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের চতুর্থ ধাপের চলমান ঘরের কাজসহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার সময় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে নবনির্মিত শফিপুর পোড়াভিটা এলাকায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বীর নিবাস হস্তান্তর, নবনির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর সমুহ পরিদর্শন, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। 

এসময় রাঙামাটি জেলা প্রশাসক উপকারভোগীদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন কল্যাণে নিরলসভাবে কাজ করছে। তারে অংশ হিসেবে এলাকায় ভূমিহীনদের বাসস্থান নির্মাণসহ মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় স্বাস্থ্য ক্লিনিক নির্মাণ করে দিচ্ছেন। 

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। পরে রাজস্থলী উপজেলায় যাওয়ার পথে ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ঘিলাছড়ি ইউনিয়নে পরিষদের  ঘরের কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

পরিদর্শনকালে নির্মাণ কাজের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.