× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে হাঁড়িভাঙা আমের বিশাল বাজার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

০৮ জুন ২০২৩, ০২:৩৪ এএম

হাঁড়িভাঙা আম। ঐতিহ্যবাহী, সুস্বাদু, আঁশবিহীন। সুমিষ্ট গন্ধ রয়েছে, দেখতেও ‘নান্দনিক’। হাঁড়িভাঙা মানেই রংপুর। আর রংপুর মানেই মূলত বদরগঞ্জ-মিঠাপুকুর। কিন্তু বদরগঞ্জে হাঁড়িভাঙা আমের বড় কোনো বাজার নেই। কাছাকাছি বলতে, ২০ কিলোমিটার দূরে পাশের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বাজার; সেখানেই যান এখানকার ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ।

জানা যায়, বদরগঞ্জে প্রায় ৭০০ হেক্টর জমিতে হাঁড়িভাঙার চাষ। উৎপাদন ১০ হাজার মেট্রিক টন প্রায়। কাজেই বদরগঞ্জেও হাঁড়িভাঙা আমের বাজার প্রয়োজন। এ-প্রয়োজনেই গত ২৫ জানুয়ারি আমচাষীদের নিয়ে সভা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানবৃন্দও ছিলেন। সভার অন্যতম উদ্দেশ্য হাঁড়িভাঙা আমের অস্থায়ী হাট স্থাপন। সেদিনের সভায় চারটি সম্ভাব্য স্থান ঠিক করা হয়। পরে গত ৩ মে’র সভাতে ওসমানপুর মাদ্রাসা বাজার চূড়ান্ত হয়। উপজেলা পরিষদের সভাতেও এ-বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এতে অনুমোদন দেন জেলা প্রশাসক মহোদয়।

ওসমানপুর মাদ্রাসা বাজারটি উপজেলা পরিষদ চত্বর থেকে ৫ কিলোমিটার। আর, সেখান থেকে পার্বতীপুরের মধ্যপাড়া প্রায় ৮ কিলোমিটার। বাজারটি বদরগঞ্জ-মধ্যপাড়া আঞ্চলিক মহাসড়কেই অবস্থিত। বাজারের সাথেই মাদ্রাসার বড় একটি জায়গা রয়েছে, যেখানে রয়েছে বেশ কয়েকটি আমের গাছ। পাশেই বড় একটি পুকুর। পুকুর-ঘেঁষে ‘ছায়া-সুনিবিড়’ এ স্থানেই বসছে ‘হাঁড়িভাঙা আমের বাজার’। কুরিয়ার সার্ভিস ও ব্যাংকিং সুবিধাও থাকছে।

২০২২ সালের বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় হাঁড়িভাঙা আমের বিষয়টিও প্রাধান্য পায়। সে-কর্মপরিকল্পনার অংশ হিসেবে ৮০ জন আমচাষীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। আশা করা যাচ্ছে- সেই প্রশিক্ষণ, জোরালো তদারকি আর নতুন বাজার সৃষ্টি- সব মিলিয়ে জমে উঠবে ওসমানপুর মাদ্রাসা বাজার। একদিকে আমচাষী ও ব্যবসায়ীদের যেমন হয়রানি কমবে, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন স্থানীয় অনেকে।

গত বছর সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা করা হয়। প্রধান অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফজলে রাব্বি সুইট ও বদরগঞ্জ পৌরসভার মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল। গৃহীত কর্মপরিকল্পনার অনেক উদ্যোগ ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

বদরগঞ্জ উপজেলা প্রশাসন  শিগগিরই উদ্বোধন করবেন ওসমানপুর মাদ্রাসার বাজারের অস্থায়ী আমের হাটটি হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.