× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

০৭ জুন ২০২৩, ০৭:৫৬ এএম

“পুষ্টির ভিত মজবুত হলে স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সাহা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উক্ত দিবসের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল,আলহাজ শফি উদ্দিন আহমেদ কলেজের অধ্যক্ষ হাসমত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুন নবী, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

নানা কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। আলোচনা সভা শেষে কেক কেটে উক্ত পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন অতিথিগণ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.