× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাটিরাঙ্গায় বৃক্ষরোপণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

০৭ জুন ২০২৩, ০৫:৩৯ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বনজ, ফলজ, ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা থানা এলাকায় উক্ত দিবস উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন জাতের চারা রোপণ করেন সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ্।

প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা মন্তব্য করে সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ্ বলেন, দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ করা দরকার। বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকি। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার।

এ সময় মাটিরাঙ্গা মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, বনায়ন প্রকল্পের আওতায় লীফ অফিসার নওরোজ বিন রেজা সহকারী লীফ অফিসার মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.