× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ায় জাল টাকার নোটসহ গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি

০৭ জুন ২০২৩, ০৩:০৫ এএম

বগুড়ায় জাল টাকাসহ সোমবার (৫জুন) সন্ধ্যায় শহরের বনানী এলাকায় সরকারি শাহ সুলতান কলেজের সামনে থেকে সচীন চন্দ্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি গাইবান্ধা জেলার খোলাহাটি গ্রামের মৃত রাস মহন্তের ছেলে।

গ্রেফতার সচীন দীর্ঘদিন ধরে জাল টাকার নোটের কারবার করে আসছে বলে মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে সচীন জাল নোট নিয়ে বগুড়া শাহ সুলতান কলেজের সামনে অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সচীনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার একশো টাকার জাল নোট এবং সিমসহ একটি মোবাইল জব্দ করা হয়। তিনি আরও জানান,গ্রেফতারকৃত সচীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.