খাগড়াছড়িতে জনসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে ভাঙচুর হয়েছে কয়েকটি গাড়ি।
হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি শহরের নারিকেল এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, উত্তেজনা বিরাজ করছে।
খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘দুপুর ২টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে নোমানের গাড়িবহরে এ হামলা চালানো হয়েছে।’
তবে বিএনপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেওয়ার সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে ইট ও পাটকেল ছোড়া হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’
অপরদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ‘তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’